Friday, September 11, 2015

Classification of Tense?

                             Classification of Tense (কালের স্রেনিভিবাগ)

 Tense তিন প্রকার যথাঃ (1) present  Tense (বর্তমান কাল)
                                  (2) Past Tense(অতীত কাল)
                                  (3) Future Tense (ভবিষ্যত কাল)
  

                                  (1) present  Tense (বর্তমান কাল)

বর্তমান কালের কোন কাজ  বোঝাতে present  Tense (বর্তমান কাল) বোঝায়।
                 যেমনঃ আমি ফেইজ বুকে বন্দুদের সাথে চাট করি/ করতেছি।
এখানে,  (করি/ করতেছি) এই দুটি  word দ্বারা বর্তমান কালের কোন সময় কে বঝানো হয়েছে।তাই,উপরের বাক্যটি present  Tense (বর্তমান কাল) বঝানো হয়েছে।

                            (2) Past Tense(অতীত কাল) 

 অতীত কালের  কোন কাজ, কোন ঘটনা বোঝাতে বা অতীতে কোন কাজ শেষ হয়েছিল, কনো ঘটনা ঘটেছিল এ রুপ বোঝাতে Past Tense(অতীত কাল) বোঝায়।
   যেমনঃ (ক) ইংরেজরা এ দেশ দুই'শ বছর শাষন করেছিল।          
            (খ)  ২৫শে মার্চ রাতে, পাকিস্তানেরা এ দেশের নিরীহ মানুষদের হত্যা         করেছিল।
এখানে,  (শাষন করেছিল,হত্যা করেছিল) এ দইটি word দ্বারা অতীত কালের কোন  ঘটনা কে বোঝানো হয়েছে,যা অতীত কালে ঘটেছিল।
সুতারাং  উপরের বাক্য দুটি দ্বারা Past Tense(অতীত কাল) বোঝানো হয়েছে।

                           (3) Future Tense (ভবিষ্যত কাল) 

কোন কাজ এখনো আরম্ভ হয় নাই হবে বা কোন ঘটনা ঘটে নাই ঘটবে এরুপ বোঝাতে

Future Tense (ভবিষ্যত কাল) হয়।

যেমনঃ (ক) আগামি ফেব্রয়ারী মাসে বই মেলা আরাম্ভ হবে।
         (খ) ২রা নভেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে
এখানে, (আরম্ভ হবে/ শুরু হবে) এই দুটি word দ্বারা ভবিষ্যতকে নির্দেশ করা হয়েছে।
তাই উপরের বাক্য দুটি Future Tense (ভবিষ্যত কাল)